Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ১৭:২৮

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে সড়ক দুর্ঘটনায় শুভ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুভ চিৎলা গ্রামের নতুনপাড়ার টোটন আলীর ছেলে এবং দামুড়হুদা পাইলট সরকারি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার চিৎলা গ্রামের তেঁতুলতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দামুড়হুদা মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক বাকী বিল্লাহ জানান, টোটন আলীর বড় ছেলে শুভ (১৬) ও ছোট ছেলে লিমন (১৪) মাঠ থেকে কৃষিকাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। ফেরার পথে চিৎলা গ্রামে তেঁতুলতলা নামক স্থানে পৌঁছুলে একটি বাইসাইকেল চালকের সঙ্গে ধাক্কা খেয়ে তারা দুজন রাস্তার ওপর ছিটকে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ আলমসাধুর চালক রাস্তায় পড়ে থাকা শুভর শরীরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে দ্রুত স্থানত্যাগ করে। ওই সময় রাস্তার পাশে ছিটকে পড়া লিমনও আহত হয়।

স্থানীয়রা শুভকে রক্তাক্ত অবস্থায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক রাজু বলেন, দুর্ঘটনায় মৃত ওই স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।

সারাবাংলা/একেএম

চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনা স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর