Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে বিশ্বের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২১ ১৬:১২

নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে এই প্রথম ২৪ ঘণ্টায় তিন লাখেরও বেশি করোনা আক্রান্ত শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সর্বশেষ ২৪ ঘণ্টায় তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছিল যুক্তরাষ্ট্রে। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে একদিনে দুই লাখ ৯৭ হাজার ৪৩০ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্তের কথা জানানো হয়েছিল। এবার সে রেকর্ড ছাড়িয়ে গেলো ভারত।

এর মধ্য দিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই এখন ভারতের অবস্থান।

একই সময়ের মধ্যে ভারতে দুই হাজার একশ চার জনের করোনায় মৃত্যু হয়েছে। যা দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড। ভারতে মহামারিকেন্দ্রিক মোট মৃত্যু এক লাখ ৮৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরই ভারতে অবস্থান।

সারাবাংলা/একেএম

করোনা আক্রান্ত করোনায় মৃত্যু কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর