বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক
২২ এপ্রিল ২০২১ ১৪:২৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৫:১১
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে লাগজের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ এক চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল। ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলিসহ অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, স্ক্যানিংয়ের সময় তাদের লাগেজে অস্ত্র ও গুলির উপস্থিতি ধরা পড়ে। এ সময় তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে ওঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ফরমান আলী সারাবাংলাকে জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
অন্যদিকে, অস্ত্রসহ প্লেনে উঠতে হলে নিয়ম অনুযায়ী আগেই ঘোষণা না দেয়ার কারণ জানতে চাইলে তারা বলেছেন, বিষয়টি তাদের মাথায় ছিলোনা। তবে প্রাথমিকভাবে ওই চিকিৎসক দম্পতির বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি বিমানবন্দর থানার ওসি।
সারাবাংলা/ইউজে/একেএম
অস্ত্র ও গুলি জব্দ চিকিৎসক দম্পতি আটক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর