হেফাজতের আরেক যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ গ্রেফতার
২২ এপ্রিল ২০২১ ১২:৫৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৪:৩৪
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মইন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মইন হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় রুজুকৃত মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল বুধবার (২১ এপ্রিল) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সহসভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া হেফাজতের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরীর সহসাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করে র্যাব। এতে করে এখন পর্যন্ত সংগঠনটির ১৩ জন নেতা গ্রেফতার হলেন।
সারাবাংলা/ইউজে/এনএস