প্রথমবারের মতো স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপন পুলিশের
২১ এপ্রিল ২০২১ ২০:০৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২১ ০০:২৫
ঢাকা: প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ। ভিস্যাটের (VSAT) সাহায্যে ঢাকাসহ পুলিশের অন্যান্য ইউনিটের সঙ্গে নোয়াখালীর ভাসানচরে স্থাপিত ভাসানচর থানা ও রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে এই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।
পুলিশ বলছে, এর ফলে ঘূর্ণিঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগেও এ দুর্গম এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে।
বুধবার (২১ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নের এ উদ্যোগ বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের সুদূরপ্রসারী ও দূরদর্শী চিন্তার এক সফল বাস্তবায়ন।
সারাবাংলা/ইউজে/টিআর
বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশ পুলিশ স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ