Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট 
২১ এপ্রিল ২০২১ ১৭:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ২৮৭ জন।

বুধবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি প্রতিবেদনে এ তথ্য এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, সোমবার ১ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮৭ জনের কোভিড পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে শহরের ২৩৬ জন ও উপজেলার ৫১ জন।এছাড়া মারা যাওয়া পাঁচজনের সবাই শহরের বাসিন্দা বলে সুজন বড়ুয়া জানিয়েছেন।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানিয়েছেন, এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৭৭ জন। এদের মধ্যে ৩৫৫ জন শহরের এবং ১২২ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৬১ জন। এর মধ্যে শহরের ৩৮ হাজার ৪২৪ জন এবং উপজেলার ৯ হাজার ৪৩৭ জন।

সারাবাংলা/আরডি/এসএসএ

করোনা চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর