Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে বেঞ্চ বাড়ানোর দাবিতে আইনজীবীদের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২১ ১৭:১১

ঢাকা: করোনা পরিস্থিতিতে চলমান কঠোর বিধিনিষেধের কারণে বর্তমানে হাইকোর্টে সীমিত পরিসরে চারটি বেঞ্চে বিচারিক কাজ চলছে। এ অবস্থায় আরও বেঞ্চ বাড়ানোর দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বুধবার (২১ এপ্রিল) প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়। সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের সই করা এক আবেদনে এই আহ্বান জানানো হয়।

আবেদনে বলা হয়, ‘বর্তমানে দেশে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। এটি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আমরা সন্তোষের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ সচল রাখতে আপনি (প্রধান বিচারপতি) কার্যকর ভূমিকা রেখেছেন। আপিল বিভাগও সচল রয়েছে এবং হাইকোর্ট বিভাগে চারটি বেঞ্চের মাধ্যমে সীমিত আকারে বিচারকাজ অব্যাহতভাবে চলছে। এই কঠিন সময়ে হয়ত শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই কারণে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে যেমন আপিল বিভাগ সচল রয়েছে তেমন করে হাইকোর্টের আরও কয়েকটি বেঞ্চ বৃদ্ধি করা প্রয়োজন।’

আবেদনে আরও বলা হয়, ‘রমজান মাস চলছে, সামনে ঈদুল ফিতর। লকডাউন এবং আদালতের স্বল্পতার কারণে বিজ্ঞ আইনজীবীরা তাদের পেশা পরিচালনা করতে পারছেন না। ফলে অত্র সমিতির সদস্যসহ বিজ্ঞ আইনজীবীরা মারাত্মক আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছেন। একইভাবে সীমিত সংখ্যক আদালত চালু থাকায় বিচারপ্রার্থী মানুষ কাঙ্ক্ষিত বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি উত্তরণে সর্বাত্মক লকডাউনের মধ্যেও আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগকে কার্যকরী করতে আরও অধিক সংখ্যক ফৌজদারি, রিট, সিভিল ও আনুষঙ্গিক বিষয়ে বেঞ্চ বৃদ্ধি করা জরুরি। বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে আপনার প্রতি প্রত্যাশা, আপনি বিজ্ঞ আইনজীবীদের আর্থিক ঝুঁকি এড়াতে ও কাঙ্ক্ষিত ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাইকোর্ট বিভাগে বেঞ্চ বৃদ্ধির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর