ফিলিপাইনের রিজাল জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
২১ এপ্রিল ২০২১ ১৬:৫৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৭:০৩
ঢাকা: ফিলিপাইনের কালাম্বা শহরে অবস্থিত হোসে রিজাল জাদুঘরে বসানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। কাঠের ওপর খোদাই করা শিল্পকর্মটিতে বঙ্গবন্ধু ছাড়াও রয়েছেন ফিলিপাইনের জাতীয় বীর ডা. হোসে রিজাল।
বুধবার (২১ এপ্রিল) সকালে রিজাল জাদুঘরে এই শিল্পকর্মটি উন্মোচন করা হয়। খোদাই শিল্পকর্মটিতে মহান দুই নেতার পোর্ট্রেটের পাশাপাশি ব্যবহার করা হয়েছে লাল রঙের আবহ, যা মানুষ ও জনগণের জন্য এই দুই নেতার আত্মোৎসর্গকে প্রতিফলিত করে।
শিল্পকর্মটির উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রিজাল জাদুঘরে জাতির পিতার উপর দুই মাসব্যাপী এক প্রদর্শনীও শুরু হয়েছে। প্রদর্শনীতে ওই শিল্পকর্ম ছাড়াও জাতির পিতার আত্মজীবনী, তার ওপর রচিত বিখ্যাত কিছু বই, ঐতিহাসিক ছবিসহ অন্যান্য চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী শেষে শিল্পকর্মটি দূতাবাসের উপহার হিসাবে জাদুঘরের স্থায়ী সংগ্রহশালায় সংরক্ষণ করা হবে।
ফিলিপাইনে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রথম সচিব জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ফিলিপিনো শিল্পী নিকোলাস পি আকা জুনিয়রের খোদাই করা এই শিল্পকর্মটি ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রিজাল জাদুঘরে উপহার হিসেবে দেওয়া হয়। রিজাল জাদুঘরে বুধবার সকালে শিল্পকর্মটি উদ্বোধন করেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং হোসে রিজাল জাদুঘরের কিউরেটর যারাহ এসকুয়েতা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালাম্বা সিটি কাউন্সিল, ফিলিপাইন জাতীয় ইতিহাস কমিশন, ফিলিপাইন তথ্য সংস্থা, ফিলিপাইন পর্যটন ও ক্রীড়া উন্নয়ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় স্বাস্থ্য নির্দেশনা এবং অবশ্যপালনীয় সব স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই দেশের দুই মহান নেতার এই শিল্পকর্মের শিল্পী নিকোলাস ২০১৮ সালে এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নিতে বাংলাদেশ সফর করেন। ওই সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করার পর হোসে রিজাল ও বঙ্গবন্ধুর জীবনের মধ্যে তিনি সাদৃশ্য খুঁজে পান। সেই সাদৃশ্যই তাকে এই শিল্পকর্মটি সৃষ্টির অনুপ্রেরণা দিয়েছে বলে জানিয়েছেন নিকোলাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় রাষ্ট্রদূত সিয়াম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবিস্মরণীয় অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসে রিজাল বাংলাদেশ ও ফিলিপাইনের মহান দুই নেতা যারা ইতিহাসের সম্পূর্ণ ভিন্ন সময়ে এবং ভিন্ন প্রেক্ষাপট থেকে নিজ দেশের জনগণকে পরাধীনতা থেকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন। তাদের অতুলনীয় দূরদর্শী নেতৃত্বেই দেশ দু’টি মুক্তির সোপান বেয়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়।
শিল্পকর্মটি গ্রহণের জন্য ফিলিপাইন জাতীয় ইতিহাস কমিশন ও রিজাল জাদুঘরকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত সিয়াম। তিনি আশা প্রকাশ করেন, শিল্পকর্মটি দর্শনার্থীদের দুই দেশের মুক্তি সংগ্রামের ইতিহাস ও স্বপ্নযাত্রায় এই দুই মহান নেতার আত্মত্যাগের মধ্যে যে অবিশ্বাস্য সাদৃশ্য রয়েছে, তা তুলে ধরবে।
জাদুঘরের কিউরেটর যারাহ এসকুয়েতা বাংলাদেশের জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনে রিজাল জাদুঘরকে অংশীদার করার জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শ জাদুঘরের দর্শনার্থীদের অনুপ্রাণিত করবে এবং তারা তার জীবন ও আদর্শের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।
যারাহ এসকুয়েতা আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধুর জীবনদর্শন ও মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগ তাকে ফিলিপাইনসহ সারাবিশ্বের শান্তি ও স্বাধীনতার প্রতীক করে তুলেছে।
সারাবাংলা/জেআইএল/টিআর
টপ নিউজ ফিলিপাইনের জাদুঘর বঙ্গবন্ধুর প্রতিকৃতি হোসে রিজাল জাদুঘর