Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা সংক্রমণের হার বেড়েছে বরিশালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২১ ১৪:২১

বরিশাল: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের হার অস্বাভাবিকভাবে বেড়েছে বরিশালে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পিসিআর ল্যাবের রিপোর্টে রেকর্ড সংক্রমণেরর হার ৫৭ দশমিক ৫২ ভাগ। এই পিসিআর ল্যাবে গত সোমবার ১৮৬ জনের নমুনা পরীক্ষা হয়। এর পরদিন মঙ্গলবার রাতে এই পরীক্ষার রিপোর্টের ফলাফল প্রকাশ হয়।

ওই রিপোর্টে দেখা যায়, ১৮৬ জনের মধ্যে ১০৭ জনের নমুনা পজেটিভ হয়েছে। শেবাচিমের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত বছরের ৮ মে বরিশাল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর এটাই সর্বোচ্চ সংক্রামণ। এর আগে গত ১৯ এপ্রিলের রিপোর্টে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা পজেটিভ ছিল। সংক্রমণের হার ছিল ২৭ দশমিক ২৭ ভাগ। ১৮ এপ্রিলের রিপোর্টে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের রিপোর্ট পজেটিভ ছিল। সংক্রামণের হার ছিল ৪২ দশমিক ১৬ ভাগ।

এছাড়াও গত ১৭ এপ্রিল ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের রিপোর্ট পজেটিভ হয়। সংক্রমণের হার ছিল ৪৬ দশমিক ১৯ ভাগ। ১৬ এপ্রিলের রিপোর্টে ১৭৭ জনের মধ্যে করোনা পজেটিভ হয় ৪৯ জনের। সংক্রমণের হার ছিল ২৭ দশমিক ৬৮ ভাগ।

সারাবাংলা/এনএস

করোনা সংক্রমণের হার বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর