Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদ্যুৎকেন্দ্রে গুলিতে নিহতদের পরিবারকে ৭৫ লাখ টাকা দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২১ ২০:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপ ও চীনের একটি কোম্পানির যৌথ উদ্যোগে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত পাঁচ শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ করে সর্বমোট ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে স্কপের নেতারা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের ১০ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

গত শনিবার (১৭ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে অন্তত পাঁচ শ্রমিক নিহত হন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০-২১ জন, যাদের মধ্যে পুলিশ ও শ্রমিক আছেন।

এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে স্কপ নেতারা বলেন, এস আলম কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন নিহত শ্রমিকদের পরিবারকে তিন লাখ টাকা এবং আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই ক্ষতিপূরণ নিহতদের পরিবার ও দরিদ্র শ্রমিকদের সঙ্গে উপহাস ছাড়া আর কিছুই নয়। আমরা নিহতদের প্রত্যেকের পরিবারকে কমপক্ষে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি। একইসঙ্গে আহত শ্রমিকরা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের উন্নত চিকিৎসা, তাদের বেতন-বোনাস পরিশোধ করা এবং বকেয়া বেতন অবিলম্বে দেওয়ার দাবি জানাচ্ছি।

গুলিবর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে শ্রমিক নেতারা আরও বলেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল বকেয়া বেতন দেওয়া, পবিত্র রমজান মাস উপলক্ষে নামাজ, ইফতারি ও সেহেরির সময় কর্মঘণ্টা কমানো। এই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যৌক্তিক। আলাপ-আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে পুলিশের শক্তি প্রদর্শন ও নির্বিচারে গুলি চালানো কোনোভাবেই কাম্য হতে পারে না। এর জন্য যারা দায়ী তাদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শনাক্ত করে শাস্তি দিতে হবে।

বিজ্ঞাপন

ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও স্কপের জেলা সমন্বয়ক তপন দত্তের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মুহাম্মদ শফর আলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, টিউসি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মসিউদ্দৌলা, বিএফটিউসির কে এম শহিদুল্লাহ, শ্রমিক জোটের আব্দুল মোমেন, পরিবহন শ্রমিক নেতা উজ্জ্বল বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের হেলাল উদ্দিন কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের আব্দুর রাজ্জাক, আওয়াজ ফাউন্ডেশনের মোহাম্মদ ইব্রাহীম খলিল ভূঁইয়া, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আলাউদ্দিন প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

১৫ লাখ বিদ্যুৎকেন্দ্র শ্রমিক সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর