Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন কর কমিশনার আলী আজগর

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২১ ২০:০৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২১ ২০:০৮

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের কমিশনার মো. আলী আজগর। মঙ্গলবার (২০ এপ্রিল) ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ১৯ মিনিটে তিনি মারা যান।

এনবিআর সূত্রে জানা যায়, কমিশনার আলী আজগর কর আপিল জোন-৩ বিভাগে কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস কর ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। কর্মঠ এই কর্মকর্তা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট থানায়। এলাকায়ও বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণমূলক কাজে সম্পৃক্ত ছিলেন তিনি। আলী আজগর স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন ।

বিজ্ঞাপন

আলী আজগরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এক শোকবার্তায় তিনি জানান, কর বিভাগের কর্মকর্তা কমিশনার মো. আলী আজগর কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তার মৃত্যুতে ব্যক্তিগতভাবে ও জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার, সন্তানসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়াও কমিশনার আলী আজগরের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করীম চৌধুরী এবং মহাসচিব মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার।

সারাবাংলা/এসজে/এসএসএ

করোনাভাইরাস করোনায় মারা গেলেন কর কমিশনার আলী আজগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর