চট্টগ্রামে একদিনে করোনায় ৮ জনের মৃত্যু
২০ এপ্রিল ২০২১ ১৯:১৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২১ ২৩:০৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ৩৪৭ জন।
সোমবার (১৯ এপ্রিল) রাত পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, সোমবার ১ হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৪৭ জনের কোভিড পজেটিভ পাওয়া গেছে। সংক্রমণ হার ২২ শতাংশের বেশি। আক্রান্তদের মধ্যে শহরের ২৬৩ জন ও উপজেলার ৮৩ জন।
এছাড়া মারা যাওয়া আটজনের মধ্যে ৭ জন শহরের ও ১ জন উপজেলার বাসিন্দা বলে সুজন বড়ুয়া জানিয়েছেন।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানিয়েছেন, এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৭২ জন। এদের মধ্যে ৩৫০ জন শহরের এবং ১২২ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৭৪ জন। এর মধ্যে শহরের ৩৮ হাজার ১৮৮ জন এবং উপজেলার ৯ হাজার ৩৮৬ জন।
সারাবাংলা/আরডি/এসএসএ