Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোকাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২১ ১৭:০৭

হিলি (দিনাজপুর): জেলার হিলির বাজারে অভিযান চালিয়ে দুইজন চালের দোকানদারকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বেশি দামে চাল বিক্রি ও প্লাস্টিকের বস্তায় চাল রেখে বিক্রি করায় তাদের এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় হিলিতে চালের বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোহাম্মদ নুর-এ আলম জানান, লকডাউনে মাঝে কিছু ব্যবসায়ী বেশি দামে চাল বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে আজ (মঙ্গলবার) বিকেলে হিলির চাল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের বস্তায় চাল রাখা ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজন চালের দোকানদারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চালের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।

সারাবাংলা/এনএস

ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলির চালের বাজার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর