৪ দিন পর মৃত্যু একশর নিচে, শনাক্ত আরও সাড়ে ৪ হাজার
২০ এপ্রিল ২০২১ ১৬:৩৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১৭:০৩
ঢাকা: টানা চার দিন পর দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা একশর নিচে নামল। গত ২৪ ঘণ্টায় করোনায় ৯১ জন মৃত্যুবরণ করেছে। এর আগে গতকাল সোমবার (১৯ এপ্রিল) রেকর্ড ১১২ জনের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় ফের নমুনা পরীক্ষা বেড়েছে। তাতে বেড়েছে সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৫৯টি নমুনায়। আগের দিন ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্ত হয়েছিল ৪ হাজার ২৭১টি।
মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ২৬৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৭৯৬টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৫৬টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার হলো ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ৪ হাজার ৫৫৯টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৪ হাজার ২৭১। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরিমাণও আগের দিনের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৬ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৬ লাখ ২৮ হাজার ১১১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩১ শতাংশ।
দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৯১ জন। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে রেকর্ড ১১২ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় যে ৯১ জন মারা গেছেন তাদের ৮৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও দুজন বাড়িতে মারা গেছেন। আর হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয় একজনকে। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১০ হাজার ৫৮৮ জনের মৃত্যু হলো। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত এই ৯১ জনের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩৩ জন নারী। এই ৯১ জনের মধ্যে ৫৪ জন ষাটোর্ধ্ব, ১৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন সাতজন। এছাড়া ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যে ৯১ জন মারা গেছেন, তাদের ৬০ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১৭ জন, রাজশাহীর তিনজন, খুলনার পাঁচজন, বরিশালের চারজন। এছাড়া রংপুর বিভাগে মারা গেছেন দুজন। এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগে কারও মৃত্যু হয়নি।
এদিকে স্বাস্থ্য অধিদফতর সূত্র বলছে, মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭১ লাখ ৪৮ হাজার ৮৩৮ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১৫ হাজার ৫৭ জন। এ নিয়ে প্রথম ডোজ ভ্যাকসিন নিলেন ৫৭ লাখ ২৯ হাজার ১৪৭ জন। আর গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৪০ হাজার ৬৭৮ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ১৫ লাখ ৭ হাজার ২৮৭ জন।
সারাবাংলা/টিআর/পিটিএম