Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২১ ১৬:০১

বরিশাল: নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এ নিয়ে বরিশালে করোনায় ২৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো আর করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৬৩২ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন করে ১২৯ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে বরিশালে ৪৯ জন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় আট জন এবং ঝালকাঠিতে ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হয়েছেন। যাদের মধ্যে পাঁচ জন করোনা আক্রান্ত। একই সময়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক জন এবং উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১০৩ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৩৮ জন করোনা আক্রান্ত। এছাড়াও, করোনা আক্রান্ত অন্য আরেকজনের মৃত্যু হয়েছে পটুয়াখালীতে।

সারাবাংলা/একেএম

করোনায় মৃত্যু। করোনা আক্রান্ত কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শেবাচিম হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর