Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০৩০ সালের মধ্যে ‘সিক্স জি’ প্রযুক্তি আনবে হুয়াওয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২১ ১৫:০৪

ঢাকা: শীর্ষস্থানীয় আইসিটি পণ্য, প্রযুক্তি ও সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ২০৩০ সালের মধ্যে সিক্সজি নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির রোটেটিং চেয়ারম্যান এরিক শু। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে অনুষ্ঠিত হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিটে শু এই ঘোষণা দেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সিক্স জি’ নিয়ে একটি বিশেষ শ্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশিত হতে যাচ্ছে। এ শ্বেতপত্র প্রযুক্তিখাতে নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ও প্রতিষ্ঠানদের এ প্রযুক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবে। শিগগিরই শ্বেতপত্রটি উন্মোচন করা হবে।

হুয়াওয়ে বর্তমানে সিক্সজি সম্পর্কিত দু’টি বিষয় নিয়ে কাজ করছে। শু বলেন, “প্রথমত, সিক্স জি আসলে কী তা নিরূপণে আমরা শিল্পখাত সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছি। সিক্স জি কেমন হবে সে ব্যাপারে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গ্রাহকদের সঙ্গে আলোচনা করতে চাই। দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য এবং সিক্সজি’র সম্ভাব্য সংজ্ঞা অনুসারে, আমরা মৌলিক বিজ্ঞান এবং সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করছি, যাতে আমরা একসাথে সিক্সজির বিষয়ে যে কাজ করছি তার গুরুত্ব অনুধাবন করতে পারি।”

হুয়াওয়ে ২০ বছরের অধিক সময় ধরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে কাজ করছে এবং এই অঞ্চলের বিভিন্ন শিল্পখাতের ডিজিটাল রূপান্তরে সহায়তা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বলেও জানান রোটেটিং চেয়ারম্যান এরিক শু।

সারাবাংলা/ইএইচটি/এমও

সিক্স জি হুয়াওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর