চিকিৎসক-পুলিশের পাল্টাপাল্টি বিবৃতি অনাকাঙ্ক্ষিত: হাইকোর্ট
২০ এপ্রিল ২০২১ ১৩:৩৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১৭:৪৬
ঢাকা: দেশজুড়ে সর্বাত্মক সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে গত ১৮ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে পুলিশ ও একজন নারী চিকিৎসকের বাকবিতণ্ডার বিষয়ে চিকিৎসক-পুলিশের পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া সমীচীন হয়নি। তাদের এমন আচরণ অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, ওই ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া সমীচীন হয়নি। তাদের এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে এমন আচরণ কাম্য নয়।
মঙ্গলবার (২০ এপ্রিল) চিকিৎসক-পুলিশের পাল্টাপাল্টি বিবৃতির বিষয়টি নজরে আনলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে চিকিৎসক-পুলিশের পাল্টাপাল্টি বিবৃতির বিষয়টি উপস্থাপন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
তিনি সারাবাংলাকে বলেন, ‘গত ১৮ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে একজন চিকিৎসককে পুলিশ হয়রানি করেছেন। এ ঘটনায় গতকাল (১৯ এপ্রিল) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে পৃথক পৃথক বিবৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে আমি এ ঘটনার বিষয়ে তদন্তের দাবি জানালে আদালত বলেন, ওই ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া সমীচীন হয়নি।’
এ সময় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ‘আনফরচুনেটলি ওই ঘটনা ঘটেছে। আদালত উভয়পক্ষের উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে বলেছেন।’
এর আগে রোববার (১৮ এপ্রিল) রাজধানীর এলিফ্যান্ট রোডে সরকারি বিধিনিষেধের পঞ্চম দিনে ‘মুভমেন্ট পাস’ নিয়ে বাগবিতণ্ডায় জড়ান চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা। তিন পক্ষের ওই বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এতে বিভিন্ন গণমাধ্যমসহ উৎসুক জনতার নানা পর্যবেক্ষণ ও মন্তব্য দেখা গেছে।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম
অনাকাঙ্ক্ষিত চিকিৎসক-পুলিশ টপ নিউজ পাল্টাপাল্টি বিবৃতি হাইকোর্ট