Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে সড়কে বেড়েছে গাড়ি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২১ ১৩:৩৫

নোয়াখালী: জেলায় ঢিলেঢালা ভাবে চলছে ‘লকডাউন’। বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির সংখ্যা। হাট-বাজারে রয়েছে মানুষের সমাগম। এদিকে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে প্রশাসন। কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশায় আসা যাত্রীদের ঘর থেকে বের হওয়ার সঠিক কারণ দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আইন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশিত লকডাউন ও জনগনকে স্বাস্থ্যবিধি মানতে সোমবার রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১২টি দল। এসময় সরকারি নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯২টি মামলায় ৭০হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জনগনকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক।

সারাবাংলা/এমও

জরিমানা জেলা প্রশাসন নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর