পাঠদানে পরিবর্তনের ভাবনা, শিক্ষক যাবেন শিক্ষার্থীর বাড়ি
২০ এপ্রিল ২০২১ ০৯:৪১
ঢাকা: করোনা মহামারির এই দুঃসময়কে বিবেচনায় নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন পদ্ধতিতে পাঠদান করতে শিক্ষকদেরকে বিদ্যালয়ের পরিবর্তে শিক্ষার্থীদের বাড়ি যেতে হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহামারির সময়ে সপ্তাহে একদিন ক্লাস নেওয়ার যে বিধানটি রাখা হয়েছিল, এটি বাতিল করা হতে পারে। এর বদলে ওই একদিন শিক্ষার্থীদের বাসায় গিয়ে শিক্ষক পড়াবেন।
প্রাথমিক শিক্ষাক্রম সদস্য ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, প্রাথমিকের পাঠ পরিকল্পনায় যুগোপযোগী পরিবর্তন আনতে এনসিটিবি এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) একযোগে কাজ করছে। তাদের পরিকল্পনা সপ্তাহে একদিন স্কুল শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে বাড়ির কাজ দেবেন। পরবর্তী সপ্তাহে সেটি জমা নেওয়া হবে।
এর পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনী দিকনির্দেশনাও দিয়ে আসতে হবে শিক্ষকদের। তিনি জানান, মহামারির সময়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যোগাযোগ বাড়াতেও এই পদ্ধতি ভালো কাজ করবে। তবে বিষয়টি এখনো প্রস্তাবের পর্যায়েই আছে, চূড়ান্ত হয়নি।
সারাবাংলা/টিএস/এএম