Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণীকে যৌন হয়রানির অভিযোগে ২ যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ১৭:৩২

ছবি: প্রতিকী

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলায় এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় গ্রেফতার ২ যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে শাহজাদপুর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে কাপড় ব্যবসায়ী আবুল কালাম (৩৫) ও মঙ্গল চন্দ্র সাহার ছেলে অপু সাহা (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১৮ এপ্রিল) বিকেলে আবুল কালাম ও অপু সাহা এক তরুণীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে হয়রানি করেন। পরে মেয়েটি ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করলে রাতেই শাহজাদপুর থানা পুলিশ নরিনা মধ্যপাড়া মাদরাসা মাঠ থেকে ওই দু’জনকে গ্রেফতার করে।

এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে কালাম ও অপুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌন হয়রানির অভিযোগে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

কারাগার যৌন হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর