ইবাদত করার মতো সুষ্ঠু পরিবেশ চাইলেন মামুনুল হক
১৯ এপ্রিল ২০২১ ১৫:১৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৫:২১
ঢাকা: পবিত্র রমজান মাসে নিয়মিত নামাজ, রোজা, জিকর আজগর করার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
সোমবার (১৯ এপিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে রিমান্ড শুনানিতে এ অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: ৭ দিনের রিমান্ডে মামুনুল হক
এদিন রাষ্ট ও আসামি পক্ষের শুনানি শেষে, আদালত মামুনুল হকের কাছে জানতে চান তার কিছু বলার আছে কি না? তখন মামুনুল হক আদালতের কাছে ইবাদতের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার অনুরোধ করেন।
এরআগে মোহাম্মদপুর থানায় দায়ের করা বেআইনি সমাবেশ, হত্যাচেষ্টা, চুরির অভিযোগের মামলায় পুলিশ মামুনুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: মামুনুল হক গ্রেফতার
মামুনুল হকের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, মামুনুল হক আদালতে বলেছেন, গতকাল উনাকে যেখানে রাখা হয়েছিল সেটি থাকার মতো জায়গা না। মানবেতরভাবে তিনি সেখানে ছিলেন। গতকাল পুলিশ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি আদালতকে বলেছেন, অন্যান্য রমজানে নিয়মিত কোরআন খতম দেন। ওই রকম জায়গায় থাকলে উনার এবাদতে বিঘ্ন ঘটবে। মানসিকভাবে ওখানে থেকে শান্তি পাচ্ছেন না। তখন বিজ্ঞ আদালত ও প্রসিকিউশন তার এবাদতে যেন বিঘ্না হয় সেদিকে খেয়াল রাখার বিষয়টি বলেছেন।
আরও পড়ুন: রিসোর্ট রেজিস্ট্রেশন বুকে প্রথম স্ত্রীর নাম লিখেছিলেন মামুনুল হক
গত১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে মোহাম্মদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেফতার দেখানোর পর রিমান্ডে নেওয়া হয়েছে।
সারাবাংলা/এআই/একে