Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকল হাসপাতালে গর্ভবতী মায়েদের চিকিৎসার সুপারিশ জাতীয় কমিটির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ১৩:৪৭

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে কোভিড ও ননকোভিড সকল গর্ভবতী মায়েদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সোমবার (১৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (১৮ এপ্রিল) রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সংক্রমণের অবস্থা ও প্রতিরোধে গৃহীত পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সারাদেশে কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃত্যুতে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি/বেসরকারি সকল হাসপাতাল, ক্লিনিকে গর্ভবতী করোনা/ননকরোনা মায়েদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিন্তে করার জন্য অনুরোধ করা হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালে অবশ্যই গর্ভবতী মায়েদের সেবার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নতুন ডিএনসিসি হাসপাতালে গর্ভবতী মায়েদের একটা কর্ণারে বিশেষায়িত আইসিইউ ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়। প্রতিটি হাসপাতাল তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী চেইন অফ রেফারেন্স সিস্টেম মেনে চলবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল মৃদু করোনা রোগীদের বাড়িতে থেকে চিকিৎসা নিশ্চিত করার জন্য টেলিমেডিসিন সেবা অব্যাহত রাখা প্রয়োজন। সেইসঙ্গে কোয়ালিটি সেবা নিশ্চিত করার জন্য টেলিমেডিসিন সেবা নিয়মিত মনিটরিং জোরদার করা প্রয়োজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এসএসএ

গর্ভবতী মায়েদের চিকিৎসা জাতীয় কমিটি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর