Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি ওয়ার্ডে নমুনা সংগ্রহ বুথ স্থাপনের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ১৩:৪৪

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় দেশে নমুনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। নমুনা সংগ্রহ সহজ করা এবং সাধারণের নাগালের মধ্যে আনতে প্রতি ওয়ার্ডে নমুনা সংগ্রহ বুথ স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, দ্রুত রিপোর্ট পাওয়া নিশ্চিত করতে বুথগুলোতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) জাতীয় কারিগরি পর্মাশক কমিটির ৩১তম সভার ব্যাপারে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সুপারিশের কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাতে অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা’র সভাপতিত্বে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশে কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে সংক্রমণ মোকাবিলায় গৃহীত পদক্ষেপের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

ওই বৈঠকের ব্যাপারে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, নমুনা পরীক্ষা সহজলভ্য করার উদ্দেশ্যে কমিটি ইতোমধ্যেই সরকারিভাবে নমুনা পরীক্ষা বিনামূল্যে করার পরামর্শ দিয়েছে। পিসিআর টেস্ট কিটের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বেসরকারি ল্যাবরেটরিগুলোতেও নমুনা পরীক্ষার মূল্য পুনঃনির্ধারণের পরামর্শ দেওয়া হয়। এতে করে যেমন পরীক্ষার সংখ্যা বাড়বে তেমনি সরকারি ল্যাবরেটরির ওপর চাপ কিছুটা কমবে। ফলে, পরীক্ষা ও রিপোর্ট দ্রুত প্রদান করে আক্রান্তদের দ্রুত আইসোলেশন নিশ্চিত করা যাবে যা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।

সারাবাংলা/এসবি/একেএম

করোনাভাইরাস কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ