Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাস কম হওয়ায় মাদরাসার এমপিও স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ০৪:৪৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ০৬:১৩

ঢাকা: পাসের হার কম হওয়ায় এক মাদরাসার এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। ঝালকাঠির রাজাপুর উপজেলার বাদুরতলা দাখিল মাদরাসা নামের ওই মাদরাসাটি পাবলিক পরীক্ষায় এমপিও টিকিয়ে রাখার মতো প্রয়োজনীয় ফলাফল করতে পারেনি।

মাদরাসা শিক্ষা অধিদফতর বলছে, এই মাদরাসাটি বেশ কয়েক বছর ধরেই ভালো ফল করছিল না। এমনকি তাদের প্রয়োজনীয় শিক্ষার্থীই ছিল না। এজন্য এর একাডেমিক স্বীকৃতি বাতিল করা হয়েছে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে চলতি এপ্রিল মাস থেকেই মাদরাসাটির এমপিও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

অধিদফতের সূত্র বলছে, গত ৪ এপ্রিল মাদরাসাটির এমপিও স্থগিত করার নির্দেশনা দিয়ে অধিদফতরের চিঠি পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। পরে গত ১৩ এপ্রিল মাদরাসাটির এমপিও স্থগিত করার নির্দেশ পান অধিদফতরের পরিচালক। ১৮ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হচ্ছে।

সারাবাংলা/টিএস/টিআর

এমপিও স্থগিত বাদুরতলা দাখিল মাদরাসা মাদরাসা মাদরাসা শিক্ষা অধিদফতর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর