Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান আতিকুলের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ০০:০৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ০০:০৭

ঢাকা: দেশের জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আতিকুল ইসলাম। এ সময় তিনি নিজের চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রশংসা করেন।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে মহাখালীতে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মার্কেট বিল্ডিংয়ে স্থাপিত হাসপাতাল উদ্বোধন কালে এ কথা বলেন মেয়র। এ দিন ডিএনসিসি মার্কেট নির্মিত হাসপাতালটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম বলেন, ‘আমি নিজে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছিলাম করোনায় আক্রান্ত হওয়ার পরে। অন্য কোনো হাসপাতালে আমি যাই নাই। সেখানে গিয়ে আমি যে চিকিৎসা পেয়েছি তেমন কোথাও পাই নাই। তাই আমি বলতে চাই সরকার যে হাসপাতালগুলো করেছে সেখানে জনপ্রতিনিধিরা যেন যান। জনপ্রতিনিধি যখন ওই হাসপাতালে যাবেন তখন সেখানের চিকিৎসক, নার্স ও এমপ্লয়িরা অনেক বেশি খুশি হয়।’

তিনি বলেন, ‘আমি যখন কুর্মিটোলা যায় সেখানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জামিল বলেছিলেন, আমি সেখানে যাবো কিনা। আমি বলেছিলাম অন্যরা গেলে আমি পারবো না কেনো। আপনারা জেনে খুশি হবেন যে আমরা সেখানে ২১ জন গিয়েছিলাম ও আমরা সবাই সম্পূর্ণভাবে সুস্থ হয়েছিলাম এই সরকারি হাসপাতাল থেকে। তাই আমার বিশ্বাস এই সরকারি হাসপাতালে যারা আসবেন তারা স্বল্প খরচে বেস্ট চিকিৎসা পাবেন।’

তিনি আরও বলেন, ‘কোভিড মহামারিকে মোকাবিলা করার জন্য এখানে যে হাসপাতাল তৈরি করা হয়েছে সেটির জন্য আমি ধন্যবাদ জানাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে। ১৭ দিনে এখানে যে হাসপাতাল করা হয়েছে তার জন্য সেনাবাহিনীকে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগকে ধন্যবাদ জানাই।’

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘এখানে যে ২৫৮টি দোকান ছিল তাদের ১১ জন এখন পর্যন্ত আমার বিপক্ষে মামলা করেছে। আমি তাদের সবাইকে কথা দিয়ে বলতে চাই আপনারা যদি আক্রান্ত হন তবে সবার আগে এখানে চিকিৎসা পাবেন। দোকান ঢাকা শহরে আমি দিতে পারবো কিন্তু হাসপাতাল পারবো না।’

তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই যে, প্রধানমন্ত্রী চান সবাইকে কিভাবে সেবা নিশ্চিত করা আয়। এটা আমার নির্বাচনি প্রতিশ্রুতিতেও ছিল। যারা এখানে চিকিৎসক থাকবেন, নার্স থাকবেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের নার্সদের ট্রেনিং সেন্টার দরকার। নার্সিং কলেজ দরকার। আমি অনুরোধ করে বলব কিভাবে এই হাসপাতালকে একটি নার্সিং কলেজ করে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সে বিষয়ে মন্ত্রীর কাছে অনুরোধ করবো। আপনারা জানেন রিফাত সুলতানা নামে একজন গণমাধ্যমকর্মী মারা গেছেন। এখানে যদি আমরা করোনা আক্রান্ত গর্ভবতী মায়েদের জন্য অস্ত্রোপচারের ব্যবস্থা করতে পারি তাদেরকে তবে চিকিৎসা দেওয়া যাবে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘আইসিইউতে মানুষের কষ্ট কী, তা আমি দেখেছি। তাই সবার প্রতি অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মার্কেটকে এই হাসপাতালে রূপান্তর করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

হাসপাতাল উদ্বোধনকালে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া,স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ, এফসিপিএস ডিরেক্টরেট জেনারেল মেডিকেল সার্ভিসেস মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আহমেদ, এইচইডি এর চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল বশির এবং ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম নাসির উদ্দিন।

সারাবাংলা/এসবি/এমও

জনপ্রতিনিধি ঢাকা উত্তর সিটি করপোরেশন সরকারি হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর