একদিনে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে ২ হাজার ৩৬০ আসামির জামিন
১৮ এপ্রিল ২০২১ ২২:৩৭ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ২৩:২৬
ঢাকা: সারাদেশে রোববার (১৮ এপ্রিল) অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৯৮৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এসময়ে কারাবন্দি ২ হাজার ৩৬০ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এ নিয়ে অধস্তন আদালতের চার কর্মদিবসে ৯ হাজার ৪৬ আসামির জামিন পেয়েছেন।
রোববার (১৮ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ (১৮ এপ্রিল) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৩১৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে এবং ১ হাজার ৮৪২ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।
সাইফুর রহমান আরও জানান, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর চার কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিন পেয়ে মোট ৯ হাজার ৪৬ জন হাজতি কারাগার থেকে মুক্ত হয়েছেন।
গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি শুরু হয়।
গত ১৫ এপ্রিল অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৯৮৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এ সময়ে কারাবন্দি ২৩৬০ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৩ এপ্রিল সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৫ হাজার ১১০টি জামিন দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৩ হাজার ২৪০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। এছাড়া ১২ এপ্রিল সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে কারাবন্দি ১ হাজার ৬০৪ জন আসামিকে জামিন দেওয়া হয়েছিল।
সারাবাংলা/কেআইএফ/এমও