Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার সকাল ৮টা থেকে রোগী ভর্তি শুরু ডিএনসিসি হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ২১:৪৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ২২:০৯

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসার জন্য ৫০ আইসিইউ, ৫০ ইমার্জেন্সি ও ১৫০ আইসোলেশন বেড নিয়ে যাত্রা শুরু করল ডিএনসিসি হাসপাতাল। এর আগে ডিএনসিসি মহাখালীতে যে আইসোলেশন সেন্টার চালুর ‍উদ্যোগ নিয়েছিল সেখানেই প্রাথমিকভাবে ২৬০ বেড দিয়ে রোগী ভর্তির কার্যক্রম উদ্বোধন হলো রোববার (১৮ এপ্রিল)। এখানে ৬০টি আইসিইউ বেড, জরুরি সেবা দেওয়ার জন্য ৫০টি বেড ও ১৫০টি জেনারেল বেড দিয়ে ১৯ এপ্রিল সকাল ৮ টা থেকে রোগী ভর্তি করা শুরু হবে।

বিজ্ঞাপন

রোববার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতাল উদ্বোধন করেন।

হাসপাতাল উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্বের ন্যায় কোভিডের দ্বিতীয় ঢেউ আমাদের দেশেও হানা দিয়েছে। কোভিডে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দিন দিন ভীতিকর হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ঢাকার সব হাসপাতালের আইসিইউ বেড পূর্ণ হয়ে গেছে। প্রতিদিনই আইসিইউর চাহিদা বাড়ছে। এরকম একটি কঠিন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জরুরিভিত্তিতে ডিএনসিসির এই মার্কেটটিকে একটি পুর্ণাঙ্গ কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন করা হলো।’

তিনি বলেন, এই হাসপাতালে কোভিড রোগীদের জন্য মোট বেড সংখ্যা রয়েছে ১০০০টি। এর মধ্যে পুর্ণাঙ্গ আইসিইউ বেড আছে ২১২টি, এইচডিইউ বেড আছে ২৫০টি, কোভিড আইসোলেটেড রুম আছে ৪৩৮টি। এখানে ইমার্জেন্সি বেড আছে ৫০টি, যার ৩০টি পুরুষ ও ২০টি নারী রোগীর জন্য। এর পাশাপাশি এখানে আরটি পিসিআর ল্যাব,প্যাথলজি ল্যাব, রেডিও থেরাপি সেন্টার, এক্সরে-সহ অন্যান্য নানাবিধ সুবিধাদি রয়েছে।’

মাত্র ২০ দিনের মধ্যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে এই হাসপাতালটি প্রস্তুত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালটি আগামী সাতদিনের মধ্যে আরও আড়াইশ বেড সচল হবে এবং এ মাসের ২৯ তারিখের মধ্যে হাসপাতালটি পরিপূর্ণভাবে সচল হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ১০০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যাবস্থা চালু করা হয়েছে। আরও ৩৪টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যাবস্থা চালুর কাজ চলমান রয়েছে। ফলে বর্তমানে দেশে প্রায় ১২ হাজার বেডে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপন করা সম্ভব হয়েছে। এসব সুবিধাদি নিশ্চয়ই দেশের কোভিড রোগীদের জীবন রক্ষায় বড় ভূমিকা রেখে চলেছে।’

বিজ্ঞাপন

হাসপাতাল উদ্বোধনকালে আরও বক্তব্য দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ,এফসিপিএস ডিরেক্টরেট জেনারেল মেডিকেল সার্ভিসেস মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আহমেদ, এইচইডি’র চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল বশির এবং ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম নাসির উদ্দিন।

সারাবাংলা/এসবি/পিটিএম

১৯ জুলাই টপ নিউজ ডিএনসিসি রোগী ভর্তি শুরু হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর