Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জ-চাঁদপুরে দুস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

সারাবাংলা ডেস্ক
১৮ এপ্রিল ২০২১ ১৯:১৮

মুন্সিগঞ্জ ও চাঁদপুরের চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়। রোববার (১৮ এপ্রিল) কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক মুন্সিগঞ্জের বকচর এবং চাঁদপুরের ষাটনল এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

রোববার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। এই ত্রাণ বিতরণ কার্যক্রমে স্টেশান কমান্ডার লে. আশমাদুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আমিরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবে এসব এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যায়। তাই এসব মানুষের সাহায্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক মুন্সিগঞ্জের বকচর এবং চাঁদপুরের ষাটনল এলাকায় প্রায় ১০০ গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে চাল, আটা, লবণ, ছোলা বুট ও বুটের ডাল রয়েছে।

তিনি বলেন, গত ৩১ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরের রাজরাজেশ্বর, হাইমচরের বাংলাবাজার, মুন্সিগঞ্জের মেদিনীমন্ডল ও কান্দিপাড়া, গজারিয়া সদর, ইস্পাহানি চর, ভাটিবলাকি এবং চরবলাকি এলাকার সর্বমোট ৯০০ গরীর ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পাশাপাশি উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক গরীর ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন লে. কমান্ডার আমিরুল হক।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুস্থদের মাঝে সহযোগিতার এই ধারাবহিকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সারাবাংলা/এনএস

দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ কোস্ট গার্ড বিদ্যানন্দ ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর