Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ১৭:৫৫

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় শরিফ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (১৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে।এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত শরিফ উদ্দিন আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মরহুম আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, ঘটনার সময় শরিফ উদ্দিন রেললাইন পার হচ্ছিল। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী মালবাহী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এসআই নরেশ চন্দ্র দাস বলেন, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হবে।

সারাবাংলা/এসএসএ

চুয়াডাঙ্গা ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর