Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাশকতা সৃষ্টির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেফতার মামুনুল’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ১৭:৪৬

ঢাকা: হামলা ও নাশকতা সৃষ্টির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

রোববার (১৮ এপ্রিল) বেলা দুইটার দিকে শ্যামলীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডিসি হারুন বলেন, ‘মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলার তদন্ত করা হচ্ছিল। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় বেশ কয়েকদিন ধরে নজরদারি করা হচ্ছিল। আজ তাকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘২০২০ সালে মোহাম্মদপুর থানায় হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় মামুনুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।’

হারুন অর রশীদ বলেন, ‘তার বিরুদ্ধে সারাদেশে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা, থানায় হামলা, রেজিস্ট্রি অফিসে হামলা ভাঙচুরসহ অনেকগুলো মামলা রয়েছে। আপাতত মোহাম্মদপুর থানার মামলায় তাকে রিমান্ড চেয়ে সোমবার (১৯ এপ্রিল) আদালতে তোলা হবে।’

এদিকে মামুনুল হককে গ্রেফতারের পর পর ওই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কে গেলে পুলিশ আটকে দেয়। পরে তারা চলে যায়।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার ডিসি হারুন মামুনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর