Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নমুনা পরীক্ষার পাশাপাশি বেড়েছে সংক্রমণও

সারাবাংলা ডেস্ক
১৮ এপ্রিল ২০২১ ১৭:২০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৯:৩২

ঢাকা: ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পাশাপাশি আগের দিনের তুলনায় নতুন সংক্রমণও কিছুটা বেড়েছে। আগের দিন তিন হাজার ৪৭৩ সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে তিন হাজার ৬৯৮টি। অবশ্য আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষাও হয়েছে বেশি।

রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ২৫৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৯২৮টি। আর আগের দিনেরসহ নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪০৪টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার হলো ৫১ লাখ ৭০ হাজার ৬৭টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে তিন হাজার ৬৯৮টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন ১৬ হাজার ১৮৫টি নমুনার বিপরীতে শনাক্তের সংখ্যা ছিল তিন হাজার ৪৭৩টি। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরিমাণও আগের দিনের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৫ হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৩ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে স্বাস্থ্য অধিদফতর সূত্র বলছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭১ লাখ ১৬ হাজার ৯৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। এ নিয়ে প্রথম ডোজ ভ্যাকসিন নিলেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। আর গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬১৬ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন।

সারাবাংলা/পিটিএম

করোনা নমুনা সংক্রমণ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর