হেফাজত নেতা আজিজুল হক ১৪ দিনের রিমান্ডে
১৮ এপ্রিল ২০২১ ১৬:২১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৬:২৯
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের বিরুদ্ধে পল্টন থানার পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের ১৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ এপ্রিল) সাত দিনের রিমান্ড শেষে মওলানা আজিজুল হক ইসলামবাদীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর পল্টন থানার পৃথক দুই মামলায় ২০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিনুর রহমান এ রিমান্ডের আদেশ দেন।
গত ১২ এপ্রিল মওলানা আজিজুলের সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন ঢাকার সিএমএম আদালত। এর আগে ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২০১৩ সালের ৫ মে নাশকতার ঘটনায় একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত সাতদিনের রিমান্ড আদেশ দেন।
সারাবাংলা/এআই/একে