Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ১৫:১০

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে ইটবোঝাই ট্রাকের চাপায় আব্দুল মালেক নামে এক প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। রোববার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কাশিপুর বালিক স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই রেহানুর রহমান জানান, নগরীর কাশিপুর বালিকা বিদ্যালয় এলাকায় ভিক্ষুক আব্দুল মালেক একটি শাখা রাস্তা থেকে বের হচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন।

তিনি আরও জানান, এই ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএসএ

ট্রাকচাপায় নিহত বরিশাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর