Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ১৩:৩০

খাগড়াছড়ি: ফেসবুকে মন্তব্যের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে অমিত আচার্য্য (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার বটতলী থেকে তাকে প্রথমে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ সারাবাংলাকে জানিয়েছেন, ওই যুবকের মন্তব্য উসকানিমূলক। তাই তাকে আটক করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অমিত আচার্য্য খাগড়াছড়ি জেলা শহরের অর্পণা চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মিহির আচার্য্যের ছেলে। তিনি ফেসবুকে ‘ঋদ্ধ ঋষি’ নামের প্রোফাইল পরিচালনা করতো। শনিবার সন্ধ্যায় ওই প্রোফাইল থেকে একটি ধর্মীয় বক্তব্যের ভিডিওচিত্রের নিচে একটি মন্তব্য করা হওয়। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে আইনগত ব্যবস্থা নেয় তারা।

সারাবাংলা/একেএম

খাগড়াছড়ি ডিজিটাল সিকিউরিটি আইন যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর