Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আরও ৭ মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ১২:৫৬

চট্টগ্রাম ব্যুরো: সর্বশেষ ২৪ ঘন্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৫২ জন।

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত সর্বশেষ ২৪ ঘন্টায় চট্টগ্রামের করোনা পরিস্থিতির ব্যাপারে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (১৮ এপ্রিল) সকালে গণমাধ্যমের কাছে ওই প্রতিবেদন পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৯৫৮ নমুনা পরীক্ষা করে ২৫২ জনের কোভিড পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম শহরের ২২৫ জন। আর অন্যান্য উপজেলার ২৭ জন।

অন্যদিকে, করোনায় মারা যাওয়া পাঁচ জন চট্টগ্রাম নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ৯ এপ্রিল ঘটে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা।

এ ব্যাপারে চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান সারাবাংলাকে জানিয়েছেন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৩৪ জন। এর মধ্যে মহানগরীর ৩৭ হাজার ৬৭৩ জন এবং বিভিন্ন উপজেলার ৯ হাজার ২৫৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। এদের মধ্যে ৩৩৮ জন শহরের এবং ১২১ জন বিভিন্ন উপজেলার।

সারাবাংলা/আরডি/একেএম

করোনায় মৃত্যু কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর