Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার শারীরিক অবস্থা ‘এখন পর্যন্ত’ ঠিক আছে: এফ এম সিদ্দিকী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ১১:৩৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৩:৩১

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘এখন পর্যন্ত’ সব ঠিক আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

শনিবার (১৭ এপ্রিল) গভীর রাতে গুলশানের বাসায় খালেদা জিয়াকে দেখে আসার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

এফ এম সিদ্দিকী বলেন, ‘আজকে ওনার নাইন ডে। আমরা সেকেন্ড উইকের জটিল সময়টা পার করছি। এর মধ্যে যদি কখনো কোনো রকমের জটিলতার লক্ষণ বা বিপদ সংকেত পাই, সেটা তাৎক্ষণিক অবস্থায় আমরা ব্যবস্থা নেব। এখন পর্যন্ত মনে হচ্ছে যে, সব কিছু ঠিক আছে।’

‘তাহলে কি কোনো উন্নতি আছে বলে মনে করছেন’— এমন প্রশ্নের জবাবে তিনি নিবলেন, ‘আজকে সারা দিন জ্বর আসেনি, সন্ধ্যার পরে এসেছে। ভাইরাস সংক্রমণ হলে জ্বর আসতেই পারে। সেই হিসেবে মনে হচ্ছে যে ইম্প্রুভমেন্ট আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সময় শুধু একটা প্যারামিটারের ইম্প্রুভমেন্ট দিয়ে সব কিছু মূল্যায়ন করা যাবে না। সব পসিবিলিটির দিকে নজরদারিতে রাখতে হবে। জ্বর কমে গেছে, ভালো হয়ে যাচ্ছে— এরকম ঢিলেঢালাভাবে আমরা বিষয়টি নিচ্ছি না। আমরা খুব মেডিকেল স্কিলড বা পেশাদারিত্ব নিয়েই উনাকে দেখছি।’

এফ এম সিদ্দিকী বলেন, ‘আমরা যে নতুন এন্টি ভাইরাল ঔষধটা শুরু করেছি সেটা আজকে তৃতীয় দিন হবে। অলরেডি উনি দু্ইটা ডোজ পেয়েছেন। মনে হচ্ছে যে, সেটার রেনপন্স ভালো, পজেটিভ রেসেপন্স পাচ্ছি বলে মনে হচ্ছে। আমরা উনার পালস, ব্ল্যাড প্রেসার, রেসপিরেশন চেক করেছি—এগুলো ভালো আছে। সেচুরেশনটা সবসময়ই ৯৭/৯৮।’

খালেদা জিয়ার মানসিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘মানসিকভাবে উনি খুবই স্ট্রং। একটু আগেও আমাকে বলছিলেন, অনেক সময় টেলিভিশনে দেখি যে, সিনিয়র নেতা-কর্মীরা মাস্ক পরে না, মাস্ক গলায় ঝুলিয়ে কথা বলেন। এটা কেমন কথা? মাস্ক যদি পরতেই হয়, প্রপারলি পরা উচিত।’

বিজ্ঞাপন

এফ এম সিদ্দিকীর সঙ্গে আরও ছিলেন অধ্যাপক আব্দুস শাকুর খান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

সারাবাংলা/এজেড/একে

খালেদা খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর