তিব্বতে চীনের গোপন বাহিনী, সতর্ক দিল্লি
১৮ এপ্রিল ২০২১ ১০:০৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৪:১৪
তিব্বতের অধিবাসীদের নিয়ে গোপন বাহিনী গড়ে তুলছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) । ভারতের কয়েকটি গোয়েন্দা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের সীমান্ত সংলগ্ন তিব্বতের গ্রামে গ্রামে ঘুরে বেশ কিছুদিন ধরেই উপযুক্ত সেনাকর্মীর সন্ধান চালাচ্ছে চীন। বিষয়টি সামনে এসেছে তিনটি আলাদা গোয়েন্দা রিপোর্টে। তিন রিপোর্টে একই তথ্য পেয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে দিল্লি। বিষয়টির ওপর নজর রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে সেনা প্রত্যাহার নিয়ে বৈঠকে বসেছিল ভারত এবং চীনের সেনা প্রতিনিধি দল। তবে বৈঠক ফলপ্রসূ হয়নি। সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে একমত হলেও লাদাখ ছাড়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অন্য এলাকাগুলো থেকে সেনা সরানোর ব্যাপারে একমতে পৌঁছাতে পারেননি তারা।
ওই বৈঠকের এক সপ্তাহ পার হতে না হতেই তিব্বতে চীনের গোপন বাহিনী তৈরির ব্যাপারে গোয়েন্দা তথ্য পেয়ে কিছুটা চিন্তায় ভারতের কেন্দ্র সরকার, এমনটা জানাচ্ছে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতের আলট্রা ন্যাশনালিস্ট নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই মনে করছেন — প্যাংগংয়ে ফের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন। তাই হয়তো তীব্র কষ্টসহিষ্ণু তিব্বতের অধিবাসীদের নিয়ে বিশেষ গোপন বাহিনী গড়ে তুলছে তারা।
এ ব্যাপারে ভারতের প্রতিরক্ষা দফতরের এক শীর্ষ কর্মকর্তা আনন্দবাজার পত্রিকাকে বলেছেন, একটা সরাসরি যোগসূত্র স্পষ্ট হচ্ছে। রিপোর্ট ছিল, তিব্বতে অতিরিক্ত উচ্চতায় সেনা মোতায়েনে সমস্যার মুখে পড়েছিল চীন। তাদের বহু সেনা অক্সিজেনের অভারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। এর মধ্যেই গোপন বাহিনী সংক্রান্ত গোয়েন্দা রিপোর্ট বেশ তাৎপর্যপূর্ণ। যা ভারতের নাগরিক এবং ভারতে বসবাসকারী তিব্বতিদের জন্যও গুরুত্ববহ।
এদিকে, ভারতে বসবাসকারী তিব্বতি জওয়ানদের নিয়ে স্পেশাল ফ্রন্টিয়ার বাহিনী বা এসএফএফ দীর্ঘদিন ধরেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন রয়েছে। প্যাংগংয়ে ভারত-চীন সেনা সংঘর্ষের সময়ে এই বাহিনীর কাছে সুবিধা করতে পারেনি চীনা সেনারা। তাই, গোপনে বিশেষ বাহিনী তৈরি করে কৌশলি অবস্থান নিতে চাইছে চীন — মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা।
গোয়েন্দা তথ্যের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এর আগে পিএলএ কখনো কোনো বিশেষ জাতিসত্তার প্রতিনিধিদের নিয়ে আলাদা বাহিনী তৈরি করেনি। তবে কী এই নতুন বাহিনীর অবতারণা ভারতের তিব্বতি সেনা কমান্ডের বিপরীতেই গড়ে উঠছে? নিকট ভবিষ্যতেই এই প্রশ্নের উত্তর মিলতে পারে।
সারাবাংলা/একেএম