Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় প্রাণ হারালেন ঢাবি অধ্যাপক নজরুল ইসলাম খান

ঢাবি করেস্পন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ০৯:৩০

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৭ এপ্রিল) গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া এ খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খানের বয়স হয়েছিল ৬২ বছর।

বিজ্ঞাপন

ফেসবুকে দেওয়া একটি পোস্টে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া লেখেন, `আমাদের শিক্ষক ড. নজরুল ইসলাম খানের মৃত্যুতে ভারাক্রান্ত মনে গভীর শোক প্রকাশ করছি। তিনি গত কয়েকদিন যাবৎ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন`

অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া জানান, আগামীকাল জোহরের নামাজের পর উত্তরা সেক্টর-৩ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেক্টর-৪ এর কবরস্থানে তাকে দাফন করা হবে।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস টপ নিউজ ঢাবি অধ্যাপক নজরুল ইসলাম খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর