Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক-পিকআপ মুখোমুখি ইট ভাটার ২ শ্রমিক নিহত, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৫:০২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ২৩:১৮

সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ইট ভাটার দু’জন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবু বক্কর কারিকরে ছেলে মুন্না কারিকর (৩৫) ও একই গ্রামের বাহার আলী গাজীর ঘরজামাই শফিকুল ইসলাম (৫০)।

বিজ্ঞাপন

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরিয়তপুরের বিভিন্ন ইট ভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে তালা উপজেলার শুভাষিনী এলাকায় তাদের বহনকারী পিকআপটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মুন্না ও শফিকুল ইসলাম নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন শ্রমিক। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন বলেও জানান তিনি।

সারাবাংলা/টিআর

ইট ভাটার শ্রমিক মুখোমুখি সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর