নোয়াখালীতে কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু
১৭ এপ্রিল ২০২১ ২২:৪৭ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ২২:৫৬
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রতন নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও এর চালককে পালিয়ে গেছেন।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার নাওতলা ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নোয়াখালী প্রধান সড়কের নাওতলা ভূঁইয়া বাড়ি নামক স্থানে নাওতলা গ্রামের মুন্সী বাড়ির ইমাম হোসেনের আট বছর বয়সী ছেলে রতন রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল ঢাকা মেট্রো ট-১৬৩৬৯৬ নম্বরের কাভার্ড ভ্যানটি। এর নিচে চাপা পড়লে রতন ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ড ভ্যানটি নিজেদের জিম্মায় নিয়ে যায়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
সারাবাংলা/টিআর