Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ভাবিকে হত্যা করে চট্টগ্রামে আত্মগোপন, অবশেষে ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ২১:১১

চট্টগ্রাম ব্যুরো: পাঁচবছর আগে কুমিল্লায় ভাবিকে হত্যা করে চট্টগ্রাম নগরীতে এসে আত্মগোপন করে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর আগ্রাবাদ মিস্ত্রিপাড়া থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

গ্রেফতার মো. মোতালেব কুমিল্লা সদরের বাঙ্গুরা বাজার এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘২০১৬ সালে মোতালেব তার চাচাতো ভাইয়ের স্ত্রী ইভাকে হত্যা করে। এরপর পালিয়ে চট্টগ্রামে চলে আসে। সে আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকায় থাকতো। সেখানে জাহের ম্যানশন নামে একটি ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।’

কুমিল্লা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোতালেবের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা আছে বলে জানিয়েছেন ওসি মহসীন।

সারাবাংলা/আরডি/পিটিএম

আত্মগোপন কুমিল্লা ভাবিকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর