Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে শেখ রাসেল ভাস্কর্যে ইট মেরে ভাঙচুর করায় আটক ১

লোকাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৯:০৯

বেনাপোল (যশোর): জেলা শহরের চারখাম্বা মোড়ে নির্মিত শেখ রাসেল ভাস্কর্য ইট মেরে ক্ষতিগ্রস্ত করায় আজিম ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) ভোরের দিকে তাকে আটক করা হয়।

আটক আজিম ফকির যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে। তিনি প্রিন্টিং প্রেসের ব্যবসার সঙ্গে জড়িত।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। ভোর রাত তিনটার দিকে তিনি শহরের চারখাম্বার মোড়ে আসেন। এসময় তিনি ইট নিয়ে শেখ রাসেলের ভাস্কর্য লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে ভাস্কর্যের কাঁচ ভেঙে যায়। ভাস্কর্যের অদূরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি নজরে আসে এবং তারা আজিম ফকিরকে আটক করে।

তিনি আরও বলেন, ‘আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। তিনি এর আগে মাদক মামলায় জেলও খেটেছেন। ফলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারণ উদঘাটন সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

ভাঙচুর শেখ রাসেল ভাস্কর্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর