Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের কেন্দ্রীয় নেতা জালালুদ্দীন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৭:০৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৭:০৯

ঢাকা: হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত কমিশনার হাফিজ বলেন, গত ২৬ মার্চ বায়তুল মোকাররম ও ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় জালালুদ্দীন আহমাদকে গ্রেফতার করা হয়েছে। আজ (শনিবার) তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে জন্য আগামীকাল (রোববার) তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এর আগে গত কয়েকদিনে হেফাজতে ইসলামের মোট সাত কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে বিভিন্ন জেলায় আরও নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

তবে সবচেয়ে বড় অভিযুক্ত হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে আছেন।

সারাবাংলা/ইউজে/টিআর

জালালুদ্দীন আহমাদ টপ নিউজ হেফাজত নেতা হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর