Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লকডাউনে’ অর্থ-রেশনিংয়ের দাবিতে বরিশালে রিকশা মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৬:০২

বরিশাল: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকাররের জারি করা কঠোর বিধিনিষেধ বা লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবিতে বরিশালে রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই রিকশা মিছিল শুরু হয়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা এই মিছিলের আয়োজন করে।

জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে রিকশা মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার এবং মহানগর ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদারসহ অন্যান্যরা। বক্তারা লকডাউনে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবি জানান।

সমাবেশ শেষে বঙ্গবন্ধু উদ্যান থেকে বের হওয়া একটি বিশাল রিকশা মিছিল নগরীর সদর রোড, হাসপাতাল রোড, সিঅ্যান্ডবি রোড এবং বান্দ রোড হয়ে ফের বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/এনএস

বরিশাল রিকশা মিছিল লকডাউনে অর্থ-রেশনিংয়ের দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর