Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদোত্তীর্ণ করোনা কিটসহ গ্রেফতার ৯ জন রিমান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৫:৪৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৫:৫৬

ঢাকা: অননুমোদিত মেডিকেল ডিভাইস আমদানি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট এবং রিএজেন্ট জালিয়াত চক্রের মূল হোতাসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ভেজাল ও মেয়াদোত্তীর্ণ করোনা টেস্টিং কিট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বাজারজাত করত এই চক্রটি।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে গ্রেফতার এই ৯ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। তদন্তের স্বার্থে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বায়োল্যাবের বেশিরভাগ ডিভাইস ছিল অননুমোদিত: র‌্যাব

এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে অবস্থান নেন।

সব পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নাকচ করেন বিচারক মোহাম্মদ জসিম। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের এই ৯ সদস্যকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-২। র‍্যাব সদর দফতরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মঈন হোসেন জানান, এই চক্রের কাছ থেকে বিপুল পরিমাণ অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল মেডিকেল কিট ও রি-এজেন্ট জব্দ করা হয়েছে। পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

সারাবাংলা/এআই/টিআর

অননুমোদিত রিএজেন্ট মেয়াদোত্তীর্ণ করোনা কিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর