Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের ঢাকা মহানগর সহসভাপতি জুবায়ের ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৫:২৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৫:৩৯

ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহসভাপতি মাওলানা জুবায়ের আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করা হয় জুবায়ের আহেমদকে। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ পরিদর্শক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানান, আদালতে জুবায়েরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক রিমান্ড আবেদনের শুনানি নিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে, শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে লালবাগ এলাকা থেকে জুবায়ের আহমদকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ জানায়, হেফাজতে ইসলামের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাতেও আসামি হিসেবে জুবায়েরের নাম আছে। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলারও আসামি তিনি। ওই মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধান অতিথি করার বিরোধিতা করে হেফাজতে ইসলাম। গত ২৬ থেকে ২৮ মার্চ ঢাকার বায়তুল মোকাররম এলাকাসহ চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলগুলোতে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনায় দায়ের করা মামলায় ২৬ মার্চের পর এখন পর্যন্ত মাওলানা জুবায়েরসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/টিআর

৫ দিনের রিমান্ড জুবায়ের আহমদ হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর