দরজা ভেঙে জাবি অধ্যাপক তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার
সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৩:৫২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৮:১৪
১৭ এপ্রিল ২০২১ ১৩:৫২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৮:১৪
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক তারেক শামসুর রেহমান মারা গেছেন। শনিবার (১৭ এপ্রিল) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রোজেক্টের তার নিজের ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, বাসায় একা থাকা অবস্থায় পুলিশ দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পায়। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরে থাকতেন তিনি। তার পরিবারের সবাই দেশের বাইরে। গতকাল সন্ধ্যায় নিজ বাসায় ইফতার খান তিনি। কেউ একজন পুলিশকে খবর দিলে আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্ত করা হবে। সব প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/ইউজে/এএম