কবরীর মৃত্যুতে রওশন এরশাদ-জিএম কাদেরের শোক
১৭ এপ্রিল ২০২১ ১৩:১৭ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৫:৩১
দেশের কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলা চলচ্চিত্র অঙ্গনে কবরীর অবদান অবিস্মরণীয়। অভিনয়ের ক্ষেত্রে কবরী ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। তার মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি। বাংলা চলচ্চিত্র বিকাশে তার অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে এক শোক বার্তায় জিএম কাদের বলেন, বাংলা চলচ্চিত্রে নতুন ধারা সৃষ্টি করেছেন কবরী। তিনি নিখুঁত অভিনয়ে কোটি দর্শকদের মুগ্ধ করতে সমর্থ হয়েছিলেন। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের উজ্জল নক্ষত্র। অভিনয় ও রাজনীতিতে সমান পারদর্শিতা দেখিয়েছেন তিনি। নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের সামনে আদর্শ হয়ে থাকবেন কবরী।
এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সারাহ বেগম কবরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সারাবাংলা/এএইচএইচ/এনএস