Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবরীর মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ০২:৫৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ০৪:২৩

ঢাকা: কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি।

শোকবার্তায় মন্ত্রী বলেন, সারাহ বেগম কবরী একজন কিংবদন্তী অভিনেত্রী ছিলেন। তিনি তার অভিনয়ের দক্ষতা দিয়ে জয় করেছেন এদেশের কোটি মানুষের ভালোবাসা। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে অপুরণীয় ক্ষতি সাধিত হল। তিনি তার কর্ম ও সৃষ্টির মধ্য দিয়ে এদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

বিজ্ঞাপন

পাটমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং নারায়ণগঞ্জ জেলার জনগণের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরী শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

১৯৬৪ সালে সুভাষ দত্তের সুতরাং সিনেমার মধ্যদিয়ে অভিষেক। এরপর অভিনয় করেন জলছবি, বাহানা সাতভাই চম্পা, আবির্ভাব, বাঁশরি, যে আগুনে পুড়ি, দীপ নেভে নাই, দর্পচূর্ণ, কখগঘঙ ও বিনিময় সিনেমায়।

একাত্তরে যুদ্ধের সময় প্রথমে ঢাকা থেকে গ্রামে পরে ভারত গিয়ে যুদ্ধের সমর্থনে প্রচারণায় অংশ নেন।

১৯৭৩ সালে স্বাধীন দেশে আবারও অভিনয় শুরু করেন প্রখ্যাত এই অভিনেত্রী। ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সিনেমায় অভিনয় করেন। নায়ক রাজ্জাকের সঙ্গে ‘রংবাজ’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে চলে আসেন।

বিজ্ঞাপন

অভিনয় থেকে একসময় নাম লেখান পরিচালক হিসেবেও। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কবরী।

সারাবাংলা/এসজে/এসএসএ

বস্ত্র ও পাটমন্ত্রীর শোক