Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ০২:৫৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১১:১৫

ঢাকা: বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি এবং সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ‘সুতরাং’ সিনেমার মধ্যদিয়ে ১৯৬৪ সালে বাংলা সিনেমায় আবির্ভাব হয় গোলগাল চেহারার এক মিষ্টি মেয়ের। তার গালে টোল পড়া হাসির মুগ্ধতা মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো বাংলায়। কোটি যুবকের বুকে ছুরি হয়ে বিঁধলো হাসি সেই। এরপরের গল্পটা আরও রূপকথার। বাংলা সিনেমা পেল ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘সুজন সখি’, ‘সারেং বউ’য়ের মতো কালজয়ী সিনেমা। ভূবন ভোলানো সেই হাসি আজ চিরতরে মিলিয়ে গেল। পরপারে পাড়ি জমালেন হাসির মানুষটি সারা বেগম কবরী।

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সারাবাংলা/এনআর/একেএম

কবরীর মৃত্যু নভেল করোনাভাইরাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর